গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৫ ০২:৪০
গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল
শেরপুর বগুড়া সংবাদদাতাঃ

গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল

প্যালেস্টিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ওয়ালামাদল, ছাত্র-অধিকারসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনগণ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

আজ (০৭ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদের সামনে থেকে কয়েকটি খন্ড খন্ড মিছিল বের হয়ে একত্রিত হয়ে উপজেলা চত্বর হয়ে ধুনট মোড় এবং শেষে শাহী জামে মসজিদে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন এবং গাজার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।