
দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ৮ এপ্রিল ভোররাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরশহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জনি পরিবারের কাছে কিছু টাকা চান। তবে টাকা না দেওয়ায় বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তিনি রাগ করে রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান। পরে গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। স্থানীয়রা ধারণা করছেন, জনি নেশাগ্রস্ত ছিলেন এবং এ কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।