রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু | Daily Chandni Bazar রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৫ ০১:০৩
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মোঃ ফয়সাল আলম, রাজশাহীঃ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সড়কের প্রতীকি ছবি।

রাজশাহী মহানগরীর উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে তারা রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গত কয়েক দিন থেকে নিহত ব্যক্তিকে আমচত্বর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। 

ওসি জানান, মৃত্যুর সময় নিহত ব্যক্তির শরীরে ছিল একটি চেকের ফুলহাতা টি-শার্ট এবং সাদা পায়জামা। বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।