ধুনটে ৩ বছরের শিশুকে ইয়াবা খাওয়ানোর অভিযোগ, আদালতে মামলা | Daily Chandni Bazar ধুনটে ৩ বছরের শিশুকে ইয়াবা খাওয়ানোর অভিযোগ, আদালতে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫ ১০:২৫
ধুনটে ৩ বছরের শিশুকে ইয়াবা খাওয়ানোর অভিযোগ, আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক

ধুনটে ৩ বছরের শিশুকে ইয়াবা খাওয়ানোর অভিযোগ, আদালতে মামলা

প্রতীকি ছবি।

বগুড়ার ধুনট উপজেলায় ৩ বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ইয়াবা সেবন করানোর অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৯ মার্চ। শিশুটির বাবা সৌরভ শেখ এ ঘটনায় রাসেল শেখ নামের একজনকে একমাত্র আসামি করে বগুড়ার বিজ্ঞ ধুনট থানা আমলী আদালতে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল শেখ অতীতে অনৈতিক উদ্দেশ্যে এক নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিশি বৈঠকে তাকে শাস্তিও প্রদান করা হয়। এরপর থেকে রাসেল শেখ বাদী ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

উল্লেখ্য, ঘটনার দিন শিশুটির বাবা বাড়িতে না থাকায় অভিযুক্ত রাসেল শেখ তাকে বাড়ির আঙিনা থেকে ডেকে নিয়ে বাদাম খাওয়ানোর কথা বলে দুইটি গোলাপি রঙের ইয়াবা সেবন করান বলে অভিযোগ করা হয়। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং কান্নাকাটি শুরু করলে তার মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে শিশুটির বাবা আদালতের শরণাপন্ন হন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।