
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে চলেছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া জেলা প্রশাসককে গণশুনানি আয়োজনের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
গত ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে জারিকৃত চিঠিতে বলা হয়েছে, বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠনের উদ্দেশ্যে ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামতসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
এ চিঠিতে জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। পাশাপাশি বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, এর আগেই—চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি—জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বলেন, “আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার উন্নয়ন কাঠামোতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয়রা।