রাজশাহী বিভাগে 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ, বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন | Daily Chandni Bazar রাজশাহী বিভাগে 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ, বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫ ০০:৪৭
রাজশাহী বিভাগে 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ, বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন
বিশেষ সংবাদদাতাঃ

রাজশাহী বিভাগে 'জুলাই যোদ্ধা' স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ, বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন

জুলাই বিপ্লবের গ্রাফিতি। ছবি- সংগৃহিত

রাজশাহী বিভাগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ১০৯৩ জনকে 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য বগুড়ায় ভাতা পাবেন ৪৪৪ জন । গত ৫ মার্চ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব হরিদাসহ ঠাকুর স্বাক্ষরিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে ।

আহতদের ধরন ভেদে চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম (অতি গুরুতর) 'ক' শ্রেনিতে, পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম (গুরুতর) 'খ' শ্রেনিতে ও (আহতদের ধরনভেদে) 'গ' এই তিন ক্যাটগরিতে গেজেট প্রকাশ করা হয় ।

গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানে শহীদ ১৪০১ জনের তালিকা ও গত ১৫ জানুয়ারি ৮৩৪ জনে নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,  এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে চলতি মার্চ মাস থেকে মাসিক ২০ হাজার টাকা ভাতা ও পরিবারের সক্ষম সদস্যদের সরকারি বা আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

'এ' ক্যাটাগরি (অতি-গুরুতর আহত): সরকারের যাচাই-বাছাই অনুযায়ী তারা এই ক্যাটাগরিতে পড়েছেন । চিকিৎসার পরও তারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম। এই ক্যাটাগরির ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন।

২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা পাবেন। পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তারা পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।

ক্যাটাগরি 'বি' (গুরুতর আহত): পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম তারা এই ক্যাটাগরিতে পড়েছেন। এই ক্যাটাগরির ব্যক্তিরা পাবেন এককালীন ৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থানের সুযোগ পাবেন। তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

ক্যাটাগরি সি: যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছেন, তাদর এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তারা এককালীন ১ লাখ পাবেন। মাসে ১০ হাজার টাকা ভাতা ও পুনর্বাসনের সুবিধা পাবে। এ ছাড়া তারাও পরিচয়পত্র পাবেন এবং সেটি দেখিয়ে সরকার বিভিন্ন সুবিধা পাবেন।