বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা | Daily Chandni Bazar বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫ ০১:১৭
বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

মাদক ইয়াবা- প্রতীকি ছবি।

বগুড়ায় অভিনব কায়দায় পেটের ভেতর করে ইয়াবা বহনের সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আলমের পেটের ভেতরে থাকা ৩৪টি পলিথিন মোড়ানো পোঁটলার মধ্যে এখন পর্যন্ত ১৭টি থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ১৭টি পোঁটলা বের করার জন্য তাঁর চিকিৎসা চলছে।

গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তিনি টেকনাফ থেকে বাসে করে পেটে ইয়াবা ভরে বগুড়ায় আসছিলেন। তার সহযোগী মো. আপেল (৩৫) ও তাঁর স্ত্রী মোছা স্মৃতি বেগম (৩০) বগুড়া শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার পারভীনের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর বলেন, “আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবা পোঁটলা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের সহায়তায় বাকিগুলো বের করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।