রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ আটক ১ | Daily Chandni Bazar রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ আটক ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০১:৩০
রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ আটক ১
উপজেলা সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ

রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কলেজ মোড় এলাকা থেকে ১ লক্ষ ভারতীয় রুপিসহ হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ভারতীয় রুপি সহ তাঁকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।

আটক হোসেন আলী, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সুন্দরী মোড় এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান ও অবৈধ মুদ্রা লেনদেনের ঘটনা নতুন নয়। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে এমন কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।