বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন | Daily Chandni Bazar বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০১:৩৪
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ইরানের সম্মানিত রাষ্ট্রদূত মানসুর চাভোশি দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাষ্ট্রদূতকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণীও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আয়শা বেগম, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

রাষ্ট্রদূতের এ সফরের মাধ্যমে ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।