বগুড়ার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫ ০২:১১
বগুড়ার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুই আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তাঁর ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ভোরে রাজধানীর ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার

তিনি জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই দুই নেতা আত্মগোপনে ছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিন কবিরাজের বিরুদ্ধে ৫টি এবং তাঁর ছেলে সুরুজ উদ্দিন কবিরাজের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তাঁর ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ঢাকার আদাবর এলাকায় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

তাঁদের বগুড়ায় আনা হচ্ছে, এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।