ধুনটে টিভির প্রভাবে পঞ্চম শ্রেণির ছাত্রীর ‘আ ত্ম হ ত্যা’, এলাকাজুড়ে চাঞ্চল্য | Daily Chandni Bazar ধুনটে টিভির প্রভাবে পঞ্চম শ্রেণির ছাত্রীর ‘আ ত্ম হ ত্যা’, এলাকাজুড়ে চাঞ্চল্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০১:০২
ধুনটে টিভির প্রভাবে পঞ্চম শ্রেণির ছাত্রীর ‘আ ত্ম হ ত্যা’, এলাকাজুড়ে চাঞ্চল্য
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে টিভির প্রভাবে পঞ্চম শ্রেণির ছাত্রীর ‘আ ত্ম হ ত্যা’, এলাকাজুড়ে চাঞ্চল্য

বগুড়ার ধুনট উপজেলায় প্রাপ্তি বালা মণ্ডল (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, টেলিভিশন বা সিনেমায় আত্মহত্যার দৃশ্য দেখে শিশুটি ‘শখের বসে’ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত প্রাপ্তি বালা বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং দিনমজুর পবন চন্দ্র মণ্ডল ও উপুলী রানীর একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালেই বাবা-মা চরের ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। বিকেল ৫টার দিকে প্রাপ্তি দোকান থেকে বিস্কুট কিনে খায় এবং আত্মীয়দের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে। সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটির অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে চলছে চাঞ্চল্য ও নানা আলোচনা। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ কেউ জানাতে পারছেন না। অভিভাবকদের দাবি, তাদের কোনো পারিবারিক কলহ বা শত্রুতা ছিল না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে— টিভি বা সিনেমায় ফাঁসের দৃশ্য দেখে শিশুটি শখের বসে এমনটি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।