‘র‍্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, অবশেষে ধরা পড়লেন সাগর | Daily Chandni Bazar ‘র‍্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, অবশেষে ধরা পড়লেন সাগর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০১:০৮
Bogura News
‘র‍্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, অবশেষে ধরা পড়লেন সাগর
নিজস্ব প্রতিবেদক

‘র‍্যাব পরিচয়ে’ নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, অবশেষে ধরা পড়লেন সাগর

শিহাব হোসেন সাগর (২১)। ছবি- সংগৃহিত

 

র‍্যাব অফিসার পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে ব্ল্যাকমেইল করতেন শিহাব হোসেন সাগর (২১)। অবশেষে তিনি নিজেই ধরা পড়লেন র‍্যাবের হাতে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২ এর একটি বিশেষ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাগর ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

র‍্যাব জানায়, সাগরের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিমকার্ড, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ডডিস্ক, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোরা এবং বার্মিজ চাকুসহ বিভিন্ন অস্ত্র।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, “সাগর দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের সঙ্গে ভিডিও কল বা সরাসরি দেখা করে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করত। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিত। কেউ রাজি না হলে ভিডিও ভাইরালের হুমকি দিত।”

তিনি আরও বলেন, “সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এমন প্রতারকদের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। সাগরের মতো অপরাধীরা আইনের ফাঁক গলে বের হতে পারবে না।”

আটকের পর সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।