নওগাঁয় জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান | Daily Chandni Bazar নওগাঁয় জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ০০:২০
নওগাঁয় জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান
নওগাঁ জেলা সংবাদদাতাঃ

নওগাঁয় জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

জমি রেজিস্ট্রেশন, দলিল তল্লাশি ও নকল উত্তোলনসহ নানা সেবা গ্রহণে ঘুষ ও হয়রানির অভিযোগে নওগাঁ জেলা রেজিস্ট্রার এবং সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুদকের সমন্বিত কার্যালয়, নওগাঁ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেবাপ্রার্থীদের স্বস্তি

অভিযানের সময় এসব অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। অনেকে দাবি করেছেন, এমন অভিযান নিয়মিত হলে দুর্নীতির প্রবণতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্য সেবা পাবে।

ধামইরহাট থেকে জমি রেজিস্ট্রি করতে আসা আব্দুস সালাম বলেন,

"এই অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এমনকি টাকা ছাড়া কোনো ফাইল নাড়েও না। দুদকের অভিযান চোখে পড়তেই অনেকটা স্বস্তি লাগলো। প্রতি সপ্তাহে অন্তত একবার অভিযান চালানো উচিত।"

নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার বাসিন্দা আইয়ুব হোসেন বলেন,

"দলিলের নির্ধারিত মূল্যের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। সরকারি খরচের টাকার রশিদও ঠিকমতো দেওয়া হয় না। এসব অফিসে নিয়মিত অভিযান হলে দুর্নীতি অনেকটা কমে যাবে।"

প্রশাসনের প্রতিক্রিয়া

নওগাঁ সদর সাব-রেজিস্ট্রার মোঃ হাসানুজ্জামান বলেন,

"কিছু দালাল শ্রেণি জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে। এ বিষয়ে দুদকের কর্মকর্তারা আমার কাছে জানতে চেয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ফি ব্যতীত অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই।"

দুদকের অবস্থান

দুদক সমন্বিত কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহেবুবা খাতুন রিতা বলেন,

"সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অফিসে কর্মরত দলিল সম্পাদনকারী ও রেজিস্ট্রারদের যোগসাজশে সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির প্রমাণ মিলেছে। অভিযানের সময় প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।"

সচেতন মহলের দাবি

সচেতন নাগরিকরা মনে করছেন, শুধুমাত্র রেজিস্ট্রি অফিসেই নয়, বরং প্রতিটি সরকারি দপ্তরে এমন নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। তাহলে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর বার্তা যাবে এবং সেবা প্রার্থীরা প্রকৃত সেবা পাবে।