সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ ২৩:৫৭
সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তিঃ

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৪টা ২০ মিনিটে।

র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকার পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে।
অভিযানে তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ আবুল হাসান (পূর্ব নাম: শ্রী প্রান্তনাথ, বয়স ২৭),
পিতা: শ্রী সুনীল চন্দ্রনাথ,
স্থায়ী ঠিকানা: জিরি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা: রসুলপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

২. মোঃ আশরাফুল ইসলাম (বয়স ৩৪),
পিতা: মৃত নুরুল ইসলাম,
ঠিকানা: মোরোলো আজাপাড়া, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।

র‌্যাব জানায়,

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।