
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক এইচএসসি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া শিক্ষার্থী মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. শাহ আলমের মেয়ে এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও কেন্দ্রীয় সূত্রে জানা যায়, প্রক্সি দিতে আসা শাহারিয়ার জান্নাতি তার মামাতো বোন মোছা. আফরিন আক্তার অরথির হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। অরথি গাইবান্ধার পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামানের প্রতিবন্ধী কন্যা এবং গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত এসএসসি পরীক্ষার্থী। অসুস্থতার অজুহাতে নিজের স্থলে বোনকে পরীক্ষায় বসান তিনি।
পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রক্সি পরীক্ষার্থী অনামিকাকে পুলিশে সোপর্দ করেন এবং নিয়মিত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কার করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও কেন্দ্রে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রক্সি পরীক্ষার অভিযোগে আটক শাহারিয়ার জান্নাতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।”