মাত্র ১৭,৯৯৯ টাকায় পানিরোধী স্মার্টফোন ‘C75X’ আনল রিয়েলমি | Daily Chandni Bazar মাত্র ১৭,৯৯৯ টাকায় পানিরোধী স্মার্টফোন ‘C75X’ আনল রিয়েলমি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ ০১:০৭
মাত্র ১৭,৯৯৯ টাকায় পানিরোধী স্মার্টফোন ‘C75X’ আনল রিয়েলমি
সংবাদ বিজ্ঞপ্তিঃ

মাত্র ১৭,৯৯৯ টাকায় পানিরোধী স্মার্টফোন ‘C75X’ আনল রিয়েলমি

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন অত্যাধুনিক স্মার্টফোন ‘রিয়েলমি C75X’। মাত্র ১৭,৯৯৯ টাকার এই ফোনে রয়েছে এমন সব ফিচার, যা সাধারণত দেখা যায় ফ্ল্যাগশিপ ডিভাইসে।

‘C75X’ ফোনটিতে রয়েছে IP66, IP68 ও IP69 রেটিংস এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, যা ফোনটিকে ধুলো, পানি এবং দুর্ঘটনাজনিত পতন থেকে রক্ষা করে। বিশেষ আর্মরশেল প্রোটেকশন এটিকে করে তোলে সম্পূর্ণ ড্যামেজ-প্রুফ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই দামের মধ্যে ফোনটি আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুবিধা দিচ্ছে, যা এ সেগমেন্টে অনন্য।

ছবিপ্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যা নাইট মোড এবং পোর্ট্রেট মোডে তুলতে পারে অসাধারণ মানের ছবি। ‘অপ্টিমাইজড অ্যালগরিদম’ ব্যবহারের ফলে ছবিগুলো হয় আরও নিখুঁত ও প্রাণবন্ত।

‘কোরাল পিংক’ রঙে আসা এই ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর ডিজাইন ও ফিনিশিং গ্রাহককে দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা। এটি শুধু একটি ফোন নয়, বরং একটি স্টাইল স্টেটমেন্ট বলেই মনে করছেন তরুণ ব্যবহারকারীরা।

ব্যাটারি ক্ষেত্রেও চমক রেখেছে রিয়েলমি। ৫৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র ৫ মিনিট চার্জেই ৩ ঘণ্টা কথা বলা সম্ভব। পুরো চার্জে একটানা ৭ ঘণ্টা গেমিং, ১৩.২ ঘণ্টা ইউটিউব ভিডিও, ও ২৪ ঘণ্টা স্ট্যান্ডবাই চালানো যাবে।

এছাড়াও স্মার্টফোনটিতে থাকছে Google Gemini AI চ্যাটবট, AI স্মার্ট লুপ, দ্রুত সার্চ, এবং AI ইমেজ এডিটিং ফিচার—যা ব্যবহারকারীদের কাজকে করবে আরও সহজ ও বুদ্ধিমান।

৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। দেশের সব অথরাইজড স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মে ১৭,৯৯৯ টাকা মূল্যে এখনই এটি কিনতে পারবেন গ্রাহকরা।