বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ১৪ আসামি কারাগারে | Daily Chandni Bazar বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ১৪ আসামি কারাগারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ ০১:১৭
Bogura News
বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ১৪ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ১৪ আসামি কারাগারে

-প্রতীকি ছবি।

বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানা-পুলিশ তাঁদের আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে শহরের দত্তবাড়ি ব্রিজ ও চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ও কারাগারে পাঠানো আসামিরা হলেন: আল আমিন ব্যাপারী, রোহাস ইসলাম, তানজিল ইসলাম, তৌহিদ ইসলাম, মোস্তাক আলী, শাহিন, আবদুল মজিদ, সেলিম, তোতা, রনি, সবুজ ব্যাপারী, হামেদুল, পাইলটজুম্মান। তাঁরা সবাই শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুবায়েদ হোসেন জানান, “গ্রেপ্তারকৃতরা ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির চার সদস্যের ওপর হামলার মামলার আসামি।”

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কালীতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে এসআই আবদুর রহমান নেতৃত্বে পুলিশ সদস্য আহম্মেদ আলী, মিলনআনোয়ার ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় হামলার শিকার হন তাঁরা।

হামলাকারীরা পুলিশের ওপর আক্রমণ চালিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এসআই আবদুর রহমান বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।