আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন | Daily Chandni Bazar আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ ২০:১৮
আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন
ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন
সঞ্জু রায়:

আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়না- বগুড়ায় যুবদল সম্পাদক নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কখনোই নিজে ক্ষমতায় যাওয়ার কথা বলেনি। তিনি সর্বদা দাবি জানিয়েছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে। কেউ যদি মনে করে এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে তাহলে তাদের মনে রাখতে হবে বিগত ১৬ বছর যাবত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের শুরু হয়েছে তারেক রহমানের হাত ধরেই। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান সকলের মাঝে গণতন্ত্রের পুনরুদ্ধার চেতনাকে জাগ্রত করেছেন। আওয়ামী লীগের মতো পেছনের দরজা দিয়ে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে চাইনি। নয়ন বলেন, ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম হলো স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে যুবদলের রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দের নিয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে নয়ন উপরোক্ত কথাগুলি বলেন। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবদলের এই নেতা আরো বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন আন্দোলন ও লড়াই সংগ্রামে ইউনিটগুলোর মিছিলে হামলা-মামলার ভয়ে ৫০ জনকেও পাওয়া যেতো না এখন সেই ইউনিটগুলোর মিছিলেই ৫ শতাধিক মানুষের ভীড় হয়। ভীড় বেড়েছে কিংবা মিছিল বড় হয়েছে এতে কোন সমস্যা নেই কিন্তু নজর রাখতে হবে আওয়ামী লীগের কোন নেতাকর্মী বা তাদের সুবিধাভোগী দোষরেরা যেন এখানে যেন পুনর্বাসিত না হয়। সাধারণ জনগণের কষ্ট হয় এমন কোন কর্মকান্ড যেন নেতাকর্মী না করে সেদিকে সকলকে আরও বেশি সজাগ থাকতে হবে। যেসব ভুলের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে সেই ভুলগুলো যেন আমাদের নিজেদের দ্বারা সংঘটিত না হয় সে বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে। নয়ন বলেন, বগুড়ার মাটিতেই তাদের নেতা তারেক রহমানের জন্ম। এই শহরের আনাচে-কানাচে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসংখ্য স্মৃতি। তাই সাংগঠনিক কারণেই বগুড়া তাদের কাছে অত্যন্ত আবেগের একটি স্থান। এই জেলার সকল নেতাকর্মী হবে সকলের কাছে আদর্শ। মনে রাখতে হবে বিএনপি গণমানুষের দল। তাই সাধারণ জনগণের ভালোবাসা নিয়েই সামনের দিনগুলোতে পথ চলতে হবে। আওয়ামী লীগের দ্বারা যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। বিগত ১৬ বছরে সাধারণ মানুষ ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত ছিল তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সভায় সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, আলী রেজা, ফিরোজ ওয়াহেদ, ফেরদৌস আজম সুমন, তানজিমুল ইসলাম বিচিত্র, যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক, হারুনুর রশিদ সুজন, মহরম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকসহ বগুড়া যুবদলের ২৪টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ অনেকে। সভা প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাংগঠনিক দিক-নির্দেশনামূলক বক্তব্যে বগুড়ার সকল পর্যায়ের নেতাকর্মী অত্যন্ত অনুপ্রাণিত ও উজ্জীবীত হয়েছেন। যুবদল পরিবারের উপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আস্থা ও ভরসা রয়েছে তা তারা সর্বদা অক্ষুন্ন রাখতে চান। নেতাকর্মীকে সুসংঘটিত রেখে জাতীয়তাবাদী চেতনায় সাধারণ মানুষের হয়ে সর্বদা কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।