
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় নির্মাণাধীন সাততলা ভবন ‘উল্লাপাড়া প্লাজা’ থেকে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, “নির্মাণকাজ করার সময় শ্রমিকদের ব্যবহৃত রশি ছিঁড়ে যায়। এতে দুইজনই ভবনের উপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। গুরুতর আহত অবস্থায় খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
পরিদর্শক আরও বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।”