
ভারতের বিতর্কিত ওয়াকফ আইন পাস এবং সংখ্যালঘু মুসলিমদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ মুসলিম সমাজ।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে রংপুর সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে মুসল্লিরা বলেন, “ভারতের মুসলিমদের উপর যে বৈষম্য, নিপীড়ন ও নির্যাতন চলছে, তা অমানবিক এবং মুসলিম উম্মাহর জন্য হুমকিস্বরূপ। বিতর্কিত ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে রংপুরের সাধারণ মুসলিম সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে।”
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের সচেতন নাগরিকেরা অংশ নেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান।