রাজশাহীতে মৎস্য চাষির বাড়িতে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ | Daily Chandni Bazar রাজশাহীতে মৎস্য চাষির বাড়িতে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ ০১:৪৩
রাজশাহীতে মৎস্য চাষির বাড়িতে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে মৎস্য চাষির বাড়িতে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুরের মাছ লুট ও চাঁদা দাবির ঘটনায় আদালতে মামলা করার পরপরই বাদীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বুজরুক কোলা গ্রামে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ভূক্তভোগী মৎস্য চাষি আবদুল জব্বার শাহ।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১৫-১৬ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালায়। তারা জানালা-দরজা ভাঙচুর করে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আবদুল জব্বার জানান, তিনি উপজেলার বুজরুক কোলা গ্রামে খাস পুকুর ইজারা নিয়ে বৈধভাবে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি স্থানীয় যুবদল নেতা শহিদুজ্জামান মুকুল ও তার অনুসারীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে, না দিলে মাছ লুটের হুমকি দেয়। ৪ এপ্রিল সাতটি পুকুর থেকে মাছ লুট করে নেওয়ার অভিযোগে তিনি শহিদুজ্জামানসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার পরদিনই তার বাড়িতে এই হামলা হয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, যুবদল নেতা শহিদুজ্জামান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ঢাকায় আছি। কারা জব্বারের বাড়িতে ভাঙচুর করেছে তা জানি না।" তিনি দাবি করেন, পুকুরগুলো স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহার হয়ে আসছিল, কিন্তু কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সেগুলো নিজেদের দখলে রেখে মাছ চাষ করছেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”