ছাত্রলীগের সাবেক নেতাকে ধাওয়া করে পুলিশের হাতে দিলেন বিএনপি কর্মীরা | Daily Chandni Bazar ছাত্রলীগের সাবেক নেতাকে ধাওয়া করে পুলিশের হাতে দিলেন বিএনপি কর্মীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ ০২:০৩
ছাত্রলীগের সাবেক নেতাকে ধাওয়া করে পুলিশের হাতে দিলেন বিএনপি কর্মীরা
নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের সাবেক নেতাকে ধাওয়া করে পুলিশের হাতে দিলেন বিএনপি কর্মীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ডোমনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আরিফুল ইসলাম কাজল উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, কাজল ডোমনপুকুর এলাকায় প্রবেশ করলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে চিনে ফেলেন। পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ও নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতায় থাকাকালে কাজল বিএনপি ও জামায়াতপন্থী অনেক নেতাকর্মীকে এলাকায় টিকতে দেননি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতির নানা অভিযোগ রয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াদুদ আলম বলেন, “আটককৃত আরিফুল ইসলাম কাজল ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলার আসামি। তাকে থানায় নিয়ে আসা হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”