বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার | Daily Chandni Bazar বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ ০০:০২
বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
উপজেলা সংবাদদাতা, বড়াইগ্রাম, নাটোরঃ

বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিরঘুন গ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নুল হক (৪৮) নামের এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আয়নুল হক উপজেলার নোটাবাড়িয়া ইউনিয়নের কালিরঘুন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং মাঝগাঁও ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ছিলেন। তিনি একাই বসবাস করতেন। সাত মাস আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। তাদের একমাত্র ছেলে পাবনার একটি মাদ্রাসায় পড়াশোনা করে এবং মেয়ে বিবাহিত।

নিহতের মেয়ে হাবিছা জানান, “বাবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তবে বাবা-মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।”

মাঝগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন জানান, “সর্বশেষ বুধবার সন্ধ্যায় আয়নুলকে এলাকায় দেখা যায়। শনিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, “মরদেহে পচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।”

বড়াইগ্রাম থানার পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর।”