
বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)-এর ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রকাশিত প্রাথমিক তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪.৯ মিলিয়ন ইউনিট। বৈশ্বিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও স্মার্টফোন নির্মাতারা প্রযুক্তিগত উদ্ভাবন ও কার্যকর বিপণন কৌশলের মাধ্যমে বাজারে পুনরুদ্ধার ঘটাতে সক্ষম হয়েছে।
এ প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং শীর্ষ স্থান দখল করেছে, সরবরাহের দিক থেকে পিছনে ফেলে দিয়েছে অ্যাপলকে। স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ছিল ৬০.৬ মিলিয়ন ইউনিট, যা বৈশ্বিক বাজারের ১৯.৯ শতাংশ।
এই সাফল্যের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ সিরিজ এবং মিড-রেঞ্জের জনপ্রিয় গ্যালাক্সি এ৩৬ ও এ৫৬ মডেল। এসব ফোনে এআই ফিচার অন্তর্ভুক্ত হওয়ায় তা সাধারণ ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচ নির্মাতার তালিকায় স্যামসাংয়ের পর রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।
বিশ্বের শতাধিক দেশের প্রযুক্তি বাজার বিশ্লেষণ করে আইডিসি এই প্রতিবেদন তৈরি করেছে, যেখানে স্মার্টফোন সরবরাহ, ভেন্ডর তথ্য এবং ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরা হয়।