উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা, জামায়াত নেতা আটক | Daily Chandni Bazar উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা, জামায়াত নেতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ ০০:১৪
উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা, জামায়াত নেতা আটক
চলনবিল সংবাদদাতা:

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা, জামায়াত নেতা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হাতুড়িপেটার ঘটনায় পৌর জামায়াতের সদস্য হাফিজুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর উপজেলার রামকান্তপুর এলাকার বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় হাফিজুরকে আটক করা হয়েছে। গুরুতর আহত আজাদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার জুমার নামাজ শেষে আজাদ হোসেন থানার ফটকের সামনে কয়েকজন সহযোগীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় জামায়াত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং দাবি পূরণ না হলে রবিবার হরতালের আল্টিমেটাম দেন নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শিবলু ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমীন, ছাত্রদল সভাপতি রিসাত করিম নয়ন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

এদিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং এলাকায় তাদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।