বগুড়ায় শুরু ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট | Daily Chandni Bazar বগুড়ায় শুরু ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০০:৫৪
বগুড়ায় শুরু ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় শুরু ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে আজ মঙ্গলবার থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫’।

সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় গাবতলী টাইগার্স মুখোমুখি হয় এ জেড স্পোর্টিং ক্লাবের। দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় সুত্রাপুর কিংস ও হেলথ সিটি ইলেভেন স্টার।

১৮টি দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করে টুর্ণামেন্টটি আয়োজন করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল নকআউট পর্বে খেলবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। টুর্ণামেন্টে প্রতিটি দলে সর্বোচ্চ দুইজন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে।

টুর্ণামেন্টের পুরস্কার:
চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও এক লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে প্রদান করা হবে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার।

গ্রুপভিত্তিক দলসমূহ:

‘ক’ গ্রুপ: মেঘদ্বীপ ক্রীড়াচক্র, ইয়ং এক্সপ্রেস, ব্রাইট স্টার ক্লাব

‘খ’ গ্রুপ: সুত্রাপুর কিংস, হেলথ সিটি ইলেভেন স্টার, মালতিনগর ওয়ারিয়র্স

‘গ’ গ্রুপ: ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি, রাহুল গ্রুপ ক্রিকেট ক্লাব, বেলাইল ক্রিকেট ক্লাব

‘ঘ’ গ্রুপ: সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস্ ইলেভেন, সাতমাথা কিংস

‘ঙ’ গ্রুপ: গাবতলী টাইগার্স, এ জেড স্পোর্টিং ক্লাব, শিববাটি সজীব সংঘ

‘চ’ গ্রুপ: ঝোপগাড়ী রাইডার্স, প্লাটিনাম ক্লাব, রসুল স্মৃতি সংঘ

টুর্ণামেন্টটি সফলভাবে পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শকদের জন্য শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত রাখা হয়েছে।