
বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এস এম মাহমুদুল হাসান রনি। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক, এবং মুহসীন হল ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ ও মেয়াদকাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকের স্বাক্ষরিত চিঠিতে রনিকে গভর্নিং বডির সভাপতি হিসেবে ১৩ এপ্রিল অনুমোদন দেওয়া হয়। তাঁর মেয়াদকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
বরণ ও অভ্যর্থনা
সোমবার (২১ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনেরা। তিনি সাবেক সভাপতি সহিদুল ইসলাম বাব্লুর স্থলাভিষিক্ত হয়েছেন।
অধ্যক্ষের মন্তব্য
কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান বলেন:
“তিনি অত্যন্ত মেধাবী, বিচক্ষণ ও কর্মঠ মানুষ। আমরা আশাবাদী—তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
সভাপতির বক্তব্য
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান রনি বলেন:
“আমি এখানে রাজনীতি করতে আসিনি। নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করতে চাই।”
তিনি সাবেক সভাপতি সহিদুল ইসলাম বাব্লুর সুস্থতা কামনা করে বলেন,
“তার অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।”
সংক্ষিপ্ত পরিচিতি
মাহমুদুল হাসান রনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি শেরপুর উপজেলার একজন শিক্ষানুরাগী ও সমাজ সচেতন নাগরিক হিসেবেও পরিচিত।