জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ | Daily Chandni Bazar জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০১:০৯
জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ
জয়পুরহাট জেলা সংবাদদাতা

জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ এবং গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২০ এপ্রিল) বিকালে পূর্ব উচনা সীমান্তে, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন।

উদ্ধারকৃত পণ্য

ভারতীয় GOAT POX VACCINE: ৩৩৭ পিস

STERILE DILUENT: ১৯১ পিস

SC STAR মদ (জুস প্যাকেট): ৩৮ পিস

এগুলো অনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানায় বিজিবি সূত্র।

বিজিবির বক্তব্য

হাটখোলা ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুর বারী বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা সীমান্ত পার করে দেশের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হন।

তিনি আরও বলেন, পূর্ব উচনা সীমান্তের মাঠের মধ্যে মেইন পিলার ২৮১/৩৫ এসের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই পণ্যগুলো উদ্ধার করা হয়।

এই অভিযান বিজিবির সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এমন অভিযানগুলো আরও জোরদার করার কথা জানিয়েছে বিজিবি।