রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি | Daily Chandni Bazar রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০১:১৩
রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি
রংপুর সংবাদদাতাঃ

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি

রংপুরে নার্সিং শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি আদায়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা তাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস/ডিগ্রি সমমান করার দাবিতে এই কর্মসূচি চালায়।

সোমবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রংপুরের শিক্ষার্থীরা মহানগরীর প্রধান সড়ক দিয়ে মিছিল বের করেন। পরে তারা রংপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করেন।

কর্মসূচির বিষয়

এই কর্মসূচির মাধ্যমে তারা দাবি করেন, তাদের অধ্যয়নরত কোর্সগুলোকে স্নাতক পাস/ডিগ্রি কোর্সের সমমান প্রদান করা হোক। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন।

বক্তারা জানান, তারা ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তবে, তাদের দাবি মেনে নেওয়ার জন্য কোন কার্যকর পদক্ষেপ এখনও গৃহীত হয়নি, যা শিক্ষার্থীদের হতাশ করেছে।

ভবিষ্যত কর্মসূচি

শিক্ষার্থীরা বলেছেন, এ দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রংপুর জেলা শাখার সদস্যরা, সাধারণ ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা, এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সরা

 

এটি নার্সিং শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যার মাধ্যমে তারা তাদের অধিকার এবং সম্মানজনক মর্যাদা আদায়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।