বগুড়ায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ ০১:১৬
বগুড়ায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল এই মানববন্ধন আয়োজন করে।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, "জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যাতে ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।"

মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতারা সহ অন্যান্য নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, রাফিউল আল আমিন, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, ফাহাদ নুর ইসলাম সহ আরো অনেক নেতা।

এই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদল তাদের দাবির প্রতি সরকারের এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। জাহিদুল ইসলাম পারভেজ ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা।