
র্যাব-১২ বগুড়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গাবতলী উপজেলার উঞ্চুরখী গ্রামের হাফিজার ছেলে সিফাত (১৪) হত্যার মামলার ১নং আসামী কামরুল (৩২) গ্রেফতার হয়েছে।
ঘটনার বিস্তারিত জানিয়ে র্যাব জানায়, সিফাতের সাথে একই গ্রামের ইমরান হোসেন হাদু (৩৫), একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি, সুসম্পর্ক রাখত এবং তার কাছে মঙ্গলসূত্র হিসেবে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করার প্রস্তাবও দিয়েছিল। তবে, ইমরান এবং তার সহযোগীরা সিফাতের সাথে সম্পর্কের কারণে তাকে হিংসা করছিল এবং সুযোগ পেলে হত্যার পরিকল্পনা করে।
গত ৮ই মার্চ, সিফাত ঈদগাহ মাঠে যাওয়ার পর, ইমরান হোসেন হাদু তাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে সিফাতের বাবা ১০ই মার্চ গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয় এবং ২০শে এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকা থেকে পলাতক ১নং আসামী কামরুলকে গ্রেফতার করা হয়। কামরুলকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।