
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মহিপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ আয়োজন করা হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সিপিপি টিম লিডার মোতালেব হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়নের টিম লিডার সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়নের টিম লিডার শফিকুল আলম, ডালবুগঞ্জ ইউনিয়নের ডেপুটি টিম লিডার ফজলুল হক সিকদার এবং তিন ইউনিয়নের বিভিন্ন ইউনিটের টিম লিডারগণ।
ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে অংশ নেন শহিদুল ইসলাম, যিনি উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও জান-মালের নিরাপত্তা বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি সিপিপি সদস্যদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত কার্যক্রমের আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।