এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে গাবতলীতে শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে গাবতলীতে শিক্ষার্থীদের বিক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০০:৩৪
এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে গাবতলীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে গাবতলীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া গাবতলী সরকারী ডিগ্রী কলেজের ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। ছবি- সাব্বির হাসান/চাঁদনী বাজার

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বগুড়ার গাবতলী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সমবেত হয়ে তাদের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, গাবতলী সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ২৫ কিলোমিটার দূরে অবস্থিত সৈয়দ আহম্মেদ কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে পরীক্ষার দিন ভোগান্তির শেষ থাকে না। রাস্তার দুরবস্থা, ধুলাবালি এবং যানবাহনের বিষাক্ত ধোঁয়ার কারণে শারীরিক ও মানসিক চাপ বেড়ে যায়। ফলে পরীক্ষার ফলাফলেও প্রভাব পড়ে।

শিক্ষার্থীরা জানান, পূর্ববর্তী বছরগুলোতেও একই সমস্যার কারণে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ জ্ঞান হারান। তাই এবছর তারা গাবতলী কলেজ কেন্দ্রেই পরীক্ষা দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা আর দূরের কলেজে পরীক্ষা দিতে চাই না। আমাদের কেন্দ্র গাবতলীতেই হোক।”
তারা আরও জানান, স্থানীয় প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে এবং দাবি আদায় না হলে আগামীতে আরও বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন।

শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষকসহ সাধারণ জনগণও। এর আগেও একই দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীরা আবেদন করলে তা যাচাই-বাছাই করে নিয়মনীতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”