বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১ | Daily Chandni Bazar বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০০:৪০
বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১
উপজেলা সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুরঃ

বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি সেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য নয়, তবে তার কাছ থেকে একটি সেনাবাহিনীর আইডি কার্ড এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

দিনাজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল কাদের ওরফে রোমান (২৫)। সে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর পাটনচড়া এলাকার মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করে। পুলিশ ধারণা করছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করতে সে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করছিল।

এ ঘটনায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত ধারায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।