বগুড়া জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়া জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০০:৫২
বগুড়া জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দল শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বগুড়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল (বুধবার) বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলি আরমান খান (সিহাব), সাধারণ সম্পাদক মো: শামীমুল ইসলাম (বাবু), সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রহমান (আপেল), সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোহাইমেন ইসলাম খান (মঈন), যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফসান জানি, সাংগঠনিক সম্পাদক মো: রাব্বি শেখ, দপ্তর সম্পাদক মো: সাদিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: মুরাদুজ্জামান তালুকদার (তুজ), প্রচার সম্পাদক মো: এনামুল হক সরকার, সহ-প্রচার সম্পাদক মো: সাদাত।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো: সম্রাট আলী, মাহিম মন্ডল, মো: সাজিদ মেহেদী, আব্দুল হান্নান, জিয়াম উদ্দিন, নৃর লিখনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দলের অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।