
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল, বগুড়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল (বুধবার) বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলি আরমান খান (সিহাব), সাধারণ সম্পাদক মো: শামীমুল ইসলাম (বাবু), সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রহমান (আপেল), সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোহাইমেন ইসলাম খান (মঈন), যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফসান জানি, সাংগঠনিক সম্পাদক মো: রাব্বি শেখ, দপ্তর সম্পাদক মো: সাদিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: মুরাদুজ্জামান তালুকদার (তুজ), প্রচার সম্পাদক মো: এনামুল হক সরকার, সহ-প্রচার সম্পাদক মো: সাদাত।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো: সম্রাট আলী, মাহিম মন্ডল, মো: সাজিদ মেহেদী, আব্দুল হান্নান, জিয়াম উদ্দিন, নৃর লিখনসহ আরও অনেক নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং দলের অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।