দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি, আতঙ্কে এলাকাবাসী | Daily Chandni Bazar দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি, আতঙ্কে এলাকাবাসী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫ ০১:১০
দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি, আতঙ্কে এলাকাবাসী
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার নন্দীগ্রামে দিনে-দুপুরে এক স্কুল শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার নন্দীগ্রাম পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় শিক্ষক কামরুজ্জামানের বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি হাটধুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শিক্ষকের বাসায় চোরেরা হানা দেয়। সে সময় শিক্ষক কামরুজ্জামান স্কুলে ছিলেন এবং তার স্ত্রী ও সন্তানরা স্কুলে চলে গিয়েছিল। এই সুযোগে চোরেরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। চোরেরা তছনছ করে সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে যায়।

শিক্ষক কামরুজ্জামান বলেন, “প্রতিদিনের মতো আমি স্কুলে চলে যাই এবং আমার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে চলে যায়। ওই সময় চোরেরা গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সোয়া চার ভরি সোনার গহনা (যার মূল্য আনুমানিক ৫ লাখ ২৫ হাজার টাকা) এবং নগদ ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।” তিনি জানান, চুরির ঘটনা সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টার মধ্যে ঘটে।

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার জানিয়েছেন, "এটি পূর্বপরিকল্পিত চুরি হতে পারে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি এবং দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।