
বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় শেরপুর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) উপবিভাগীয় সম্পাদক মো. বেলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ও কারাগারে প্রেরণ:
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শেরপুর থানা পুলিশ।
বেলালের পরিচয়:
বেলাল হোসেন (৩৫) শেরপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের আবু মুসার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের উপবিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার পটভূমি:
২০১৮ সালের ২৪ ডিসেম্বর বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জাতীয় সংসদ নির্বাচনের সময় গোঁসাইবাড়ি বটতলায় বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজের প্রচারণা মিছিলে হামলা, বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ১৫ নভেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
মামলার অগ্রগতি:
মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, "মামলার তদন্তে বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, এবং তদন্তে আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ।