
“ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পাবে”— এমন মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৩ এপ্রিল) রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে **“রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা”**য় বক্তব্য রাখেন তিনি।
বিএনপিকে নিয়ে আত্মবিশ্বাস ও সতর্কতা
রুমিন ফারহানা বলেন,
“আমাদের লড়াইয়ের মাটি কঠিন এবং আগের চেয়ে অনেক বেশি বিপদসংকুল। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যাওয়া যাবে না।”
তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,
“আপনারাই বিএনপির মুখচ্ছবি, তাই আপনাদের চলনে-বলনে এমন ভাব থাকতে হবে যেন জনগণ আপনাদের দেখে অনুপ্রাণিত হয়। সবাইকে নিজ এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে।”
নতুন ধারার রাজনীতির সমালোচনা
রুমিন প্রশ্ন তুলেন,
“নতুন ধারার রাজনীতি কেমন হয়, যেখানে দল গঠনের আগেই সরকারি গাড়ি ব্যবহার করা হয়? একেকজন নেতার গাড়ি বহরে থাকে ১৫৫-১৬০টি গাড়ি! এই টাকা আসে কোথা থেকে?”
আওয়ামী লীগ ও জিয়াউর রহমান প্রসঙ্গ
তিনি বলেন,
“আওয়ামী লীগ যখন বাকশাল গঠন করে, তখন রাজনীতির মাঠে বিএনপি ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে আওয়ামী লীগও রাজনীতির ময়দানে ফিরতে পারতো না।”
তিনি আরও বলেন,
“বিএনপি কখনও কারচুপি করে ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও চায় না। নিজেদের ভুল স্বীকার করার সাহস বিএনপির আছে—এটাই বিএনপির গুণ।”
তারেক রহমান ও ভবিষ্যতের বাংলাদেশ
তিনি জানান,
“নতুন বাংলাদেশ ও সংস্কারের স্বপ্নদ্রষ্টা হলেন তারেক রহমান। এই ভাবনাকে বিএনপি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
“দেশনায়ক তারেক রহমান তৃণমূল থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও জোরালো করতে হবে।”
তিনি কড়া ভাষায় বলেন,
“ফ্যাসিস্ট হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।”
উপস্থিত অতিথিগণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
বক্তব্য রাখেন—
মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর
প্রফেসর মোর্শেদ খান
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু
রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম
মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফজু উন নবী ডন
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ও মহানগরের সকল ইউনিটের সভাপতি, সম্পাদক ও সহস্রাধিক নেতাকর্মী।
এই কর্মশালার মাধ্যমে বিএনপি তাদের দলীয় অবস্থান, ভবিষ্যতের লক্ষ্য এবং নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আবারও মাঠে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে।