ঢাকার বেইলি রোডে দশতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট | Daily Chandni Bazar ঢাকার বেইলি রোডে দশতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মে, ২০২৫ ০০:১৫
ঢাকার বেইলি রোডে দশতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

ঢাকার বেইলি রোডে দশতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট

রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি দশতলা শপিংমলে আগুন লেগেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের ‘ক্যাপিটাল সিরাজ সেন্টার’ নামে শপিংমলের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, “সড়কে যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।”

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। পুনরায় একই এলাকার শপিংমলে আগুন লাগার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত তদন্ত করে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।