বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতা-কর্মীরা | Daily Chandni Bazar বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতা-কর্মীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মে, ২০২৫ ০০:২৩
বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতা-কর্মীরা

এস এম মিল্লাত হোসেন। ছবি- সংগৃহীত

বগুড়ার আওয়ামী লীগ নেতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে  পুলিশে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সোমবার রাত ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটের নিজ চেম্বার থেকে তাঁকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

জানা গেছে এস এম মিল্লাত স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন । তিনি শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রাত ৮টার দিকে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল সানীর নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী চেম্বারে ঢুকে মিল্লাতকে বের করে আনেন। এরপর শহীদ আবদুল জব্বার সড়ক, কালিবাড়ী মোড় ও পৌরসভা লেন হয়ে তাঁকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল সানী বলেন, এস এম মিল্লাত দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িত। বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর তিনি নির্যাতন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, ২০২২ সালে টাকা নিয়েও চাকরি না দেওয়ার একাধিক অভিযোগ এসেছে বলেও দাবি করেন সানী। তিনি আরও বলেন, “আগে কিছু করা যায়নি, কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।”

এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “রাত সোয়া ৮টার দিকে এনসিপির নেতা-কর্মীরা মিল্লাতকে আমাদের কার্যালয়ে নিয়ে আসেন। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বগুড়ার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।