অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বগুড়া থেকে উদ্ধার | Daily Chandni Bazar অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বগুড়া থেকে উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২৫ ০০:১৪
অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বগুড়া থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বগুড়া থেকে উদ্ধার

পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম। ছবি- সংগৃহিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে বগুড়ার নিশিন্দারা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন।

ভুক্তভোগীর ছোট ভাই হিরু মিয়া জানান, “র‌্যাব ও পুলিশ যৌথভাবে বগুড়ার নিশিন্দারা এলাকায় পুলিশ ব্যাটালিয়ন স্কুলের পাশের একটি বাড়ি থেকে আমার ভাইকে উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।”

এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে দুর্বৃত্তরা পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে অপহরণ করে। তিনি ওই উপজেলার কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “ভুক্তভোগীকে উদ্ধার করে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় আনা হচ্ছে। কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে অভিযানে আমরা সক্রিয় রয়েছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

উল্লেখ্য, গত শনিবার রাতে ভুক্তভোগীর ছোট ভাই হিরু মিয়া আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পাশাপাশি, অভিযোগের একটি কপি র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পেও দাখিল করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।