রাশিয়ার ৮০তম বিজয় বার্ষিকীতে ঢাকায় স্মৃতি উদ্যান ও স্মারক ফলকের উদ্বোধন | Daily Chandni Bazar রাশিয়ার ৮০তম বিজয় বার্ষিকীতে ঢাকায় স্মৃতি উদ্যান ও স্মারক ফলকের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২৫ ২১:৫১
রাশিয়ার ৮০তম বিজয় বার্ষিকীতে ঢাকায় স্মৃতি উদ্যান ও স্মারক ফলকের উদ্বোধন
সঞ্জু রায়:

রাশিয়ার ৮০তম বিজয় বার্ষিকীতে ঢাকায়
স্মৃতি উদ্যান ও স্মারক ফলকের উদ্বোধন

মহান দেশপ্রেমিক যুদ্ধের বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে বুধবার ধানমন্ডি লেক পার্কে "স্মৃতি উদ্যান”এবং একটি স্মারক স্মৃতি ফলক উদ্বোধন করা হয়েছে । যেই প্রতীকী শ্রদ্ধাঞ্জলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা অপরিসীম ত্যাগের স্থায়ী অনুস্মারক এবং জাতিগুলির মধ্যে শান্তি ও বন্ধুত্বের এক শক্তিশালী বার্তা বহন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল এ. দভোইচেনকভ। বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে শান্তি ও স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার গভীর ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে শ্রদ্ধা ও স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য,"স্মৃতি উদ্যান”শুধুমাত্র শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় বরং আশার প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে, যা বিশ্বব্যাপী সম্প্রীতির জন্য এক অভিন্ন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। ধানমন্ডি লেক পার্কে আসা দর্শনার্থীরা এখন পাবেন প্রতিফলন ও ঐক্যের জন্য নিবেদিত একটি নির্মল স্থান।