
সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান চালিয়ে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এ সময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. নাসিম উদ্দিন (২৮), পিতা: মো. আব্দুস সালাম; মো. ফরিদ প্রামানিক (৩৫), পিতা: মৃত আলিমুদ্দিন প্রামানিক; এবং মো. বুলবুল আহাম্মেদ (৪০), পিতা: মৃত রইস উদ্দিন। তাদের সবাই বগুড়ার শেরপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের বাসিন্দা।
র্যাব-১২’র সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।