বীরগঞ্জে আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কৃষকের ৫ লক্ষ টাকার ক্ষতি | Daily Chandni Bazar বীরগঞ্জে আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কৃষকের ৫ লক্ষ টাকার ক্ষতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ১৮:৫০
বীরগঞ্জে আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কৃষকের ৫ লক্ষ টাকার ক্ষতি
নাজমুল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুরঃ

বীরগঞ্জে আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গার গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কৃষকের ৫ লক্ষ টাকার ক্ষতি

দিনাজপুরের বীরগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম আজাদ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই এলাকার মাস্টারপাড়া গ্রামে। কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি ৬ বিঘা জমিতে চাষাবাদ করলেও দুর্বৃত্তরা তার আড়াই বিঘা জমির সব গাছ কেটে দিয়েছে। এতে শুধু তারই নয়, ওই জমিতে কাজ করা প্রায় ১০ দিনমজুরের কর্মসংস্থানও বন্ধ হয়ে গেছে।

দিনমজুর জোহরা বেগম বলেন, “আমি প্রায় দুই মাস ধরে এখানে কাজ করছি। সকালে এসে দেখি সব গাছ শুকিয়ে গেছে, কেটে দেওয়া হয়েছে। আমরা সবাই কান্নায় ভেঙে পড়েছি।”

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী জানান, এসব গাছ বীজ উৎপাদনের জন্য রোপণ করা হয়েছিল, যেগুলো বহু কৃষকের কাছে বিক্রি হতো। এমন নৃশংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষককে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার ইচ্ছা অনুযায়ী এটি আরও সংক্ষিপ্ত বা বর্ধিত করা যেতে পারে। আপনি কি চান এর একটি অনলাইন সংবাদ উপস্থাপন সংস্করণও তৈরি করি?