রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন, খুশি চাষিরা | Daily Chandni Bazar রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন, খুশি চাষিরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ১৮:৫২
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন, খুশি চাষিরা
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন, খুশি চাষিরা

রাজশাহীতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা। বিঘাপ্রতি গড়ে ২৪ থেকে ২৫ মণ ধান পেয়েছেন চাষিরা। বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, যা গত বছরের তুলনায় বেশি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরমধ্যে পদ্মা নদীর চর এলাকায় চাষ হয়েছে ১ হাজার ৭৬২ হেক্টরে। বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় অধিকাংশ কৃষক খুশি।

তানোর উপজেলার ধানতৈড় গ্রামের কৃষক আফসা আলী জানান, দুই বিঘা জমিতে ৪০ মণ ধান পেয়েছেন। তিনি বলেন, নিজস্ব জমিতে চাষে বিঘাপ্রতি খরচ হয় ২০ হাজার টাকা, আর লিজকৃত জমিতে ২৫ হাজার টাকা।

চাষি আব্দুস সালাম জানান, এক বিঘায় ২৫ মণ ধান পেয়েছেন। আবহাওয়া ভালো থাকলে বাকি সাত বিঘা জমির ধান তিন দিনের মধ্যে কেটে ঘরে তুলবেন বলে আশা প্রকাশ করেন।

ধান কাটার শ্রমিক আক্তার হোসেন জানান, এক বিঘা জমির ধান কাটতে চারজন শ্রমিক প্রয়োজন হয়। তবে গরম ও কিছু এলাকায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটা কঠিন হয়ে পড়েছে।

কৃষি কর্মকর্তা উম্মে ছালমা জানান, এ পর্যন্ত ২৫ শতাংশ ধান কাটা হয়েছে। ধান পাকার সঙ্গে সঙ্গে কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

চরের কৃষক মিরশাদ আলী ও ওসমান গাণি জানান, পদ্মার পলিপড়া জমিতে এবার ভালো ফলন হয়েছে, যদিও এসব জমির স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েই যায়।