ধুনটে বেকারি খাদ্যে ক্ষতিকর উপাদান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar ধুনটে বেকারি খাদ্যে ক্ষতিকর উপাদান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ২১:১৩
ধুনটে বেকারি খাদ্যে ক্ষতিকর উপাদান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে বেকারি খাদ্যে ক্ষতিকর উপাদান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও নিষিদ্ধ উপাদান মিশিয়ে বেকারি খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ধুনট সদর ইউনিয়নের হুকুমআলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিছু প্রতিষ্ঠান জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে বেকারি খাদ্য উৎপাদন করছে। এমন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ‘সোহান বেকারি’কে ৬০ হাজার টাকা এবং ‘ফরহাদ ফুড প্রোডাক্টস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান আরও বলেন, “ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”