চলনবিলে বোরো ধানে লাভবান কৃষক: সোনালী স্বপ্ন ঘরে তুলছেন কৃষকরা | Daily Chandni Bazar চলনবিলে বোরো ধানে লাভবান কৃষক: সোনালী স্বপ্ন ঘরে তুলছেন কৃষকরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ২১:৩৩
চলনবিলে বোরো ধানে লাভবান কৃষক: সোনালী স্বপ্ন ঘরে তুলছেন কৃষকরা
আশরাফুল ইসলাম সুমন, সিংড়া, নাটোরঃ

চলনবিলে বোরো ধানে লাভবান কৃষক: সোনালী স্বপ্ন ঘরে তুলছেন কৃষকরা

নাটোরের চলনবিলে পাকা ধান ঘড়ে তুলতে ঐতিহ্যবাহি ঘোড়ার গাড়ির দেখা মিলে। ছবি - সংবাদদাতা।

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। হিমেল বাতাস এবং মিষ্টি রোদের মধ্যে ধানের সোনালী শীষে দোল খাচ্ছে, আর মাঠজুড়ে কৃষকের আনন্দের চিত্র ফুটে উঠেছে। চলতি মৌসুমে খামারিরা বাম্পার ফলন পেয়েছেন এবং তাদের আগ্রহ ও উদ্দীপনা আকাশছোঁয়া।

চলনবিল অঞ্চলকে শস্যভান্ডার বলা হয়, আর এখানকার কৃষকরা জানাচ্ছেন যে এবারের বোরো ধান উৎপাদন আগের বছরগুলির তুলনায় অনেক বেশি। আবহাওয়া অনুকূল থাকায় তাপদাহের মাঝেও ফলন ভাল হয়েছে এবং দামও সন্তোষজনক। কৃষকরা জানিয়েছেন, এবার তারা ভাল লাভ পেয়ে খুশি।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর সিংড়া উপজেলায় প্রায় ৩৬ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আশেপাশের জেলা থেকে প্রচুর শ্রমিক সিংড়া এসে ধান কাটতে সাহায্য করছে, পাশাপাশি হারভেস্টার মেশিনও ব্যবহার করা হচ্ছে।

চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা জানিয়েছেন, তাদের ফলন আগের তুলনায় অনেক বেশি হয়েছে। যেমন, ডাহিয়া গ্রামের কৃষক কালাম বলেন, “এ বছর ফলন বেশি হলেও কিছু সমস্যাও হয়েছে, বিশেষ করে বাতাসের কারণে কিছু ধান মাটিতে পড়ে গিয়েছিল। তবে শ্রমিক সংগ্রহের পর ধান কাটতে কোন সমস্যা হয়নি।”

তাজপুরের শহরবাড়ি গ্রামের কৃষক আমিন আলী জানান, তিনি ৬০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন এবং ফলন খুব ভালো পাচ্ছেন। তিনি আরও বলেন, “এ বছর ধানের দাম ভালো, ফলে লাভের আশা করছি।”

ধান ব্যবসায়ী আঃ মতিন মৃধা বলেন, “এ বছর কৃষকরা তাদের ধানের সঠিক দাম পাচ্ছেন। আমরা মিনিকেট ধান কিনছি ১৫০০ টাকায়।”

এদিকে, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানিয়েছেন, এবারের ধান ফলন অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে। কোনও প্রাকৃতিক দুর্যোগ বা পোকা-মাকড়ের প্রভাব পড়েনি, ফলে কৃষকরা এবার লাভবান হবে বলে আশা করা হচ্ছে।