মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকের আত্মসমর্পন | Daily Chandni Bazar মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকের আত্মসমর্পন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ২৩:৩২
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকের আত্মসমর্পন
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবকের আত্মসমর্পন

ছবি- সংগৃহিত

মুন্সীগঞ্জের একটি লঞ্চে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক নেহাল আহাম্মেদ জিহাদকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম।

নেহাল আহাম্মেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনি ঘাট এলাকার মনির হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙর করা তিনতলা লঞ্চ ‘এম ভি ক্যাপ্টেনে’। মারধরের এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ব্যাপক আলোড়ন তোলে। ভিডিওতে দেখা যায়, আনুমানিক ১৫-১৭ বছর বয়সী এক তরুণীকে সামনে এনে বেল্ট দিয়ে নির্মমভাবে প্রহার করছেন ওই যুবক। পাশে আরও এক তরুণীও ছিলেন। আশপাশে থাকা ৫০-৬০ জন ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ ও উল্লাস করতে দেখা যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রায় ৩০০-৪০০ তরুণ-তরুণী ভ্রমণের উদ্দেশ্যে ‘এম ভি ক্যাপ্টেন’ লঞ্চটি ভাড়া করেন। চাঁদপুর ঘুরে ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে খাবার কিনতে লঞ্চটি নোঙর করে। এ সময় কয়েকজন তরুণ-তরুণী লঞ্চ থেকে ঘাটে নামলে সেখানে থাকা স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে লঞ্চে উঠে পড়ে। একপর্যায়ে তারা লঞ্চে থাকা তরুণ-তরুণীদের সঙ্গে বাকবিতণ্ডা ও শারীরিক হেনস্তা করে এবং ভাঙচুর চালায়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চে থাকা যাত্রীরা তাদের মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুটের অভিযোগও করেছেন।

সদর থানার ওসি সাইফুল আলম জানান, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, তবে ভুক্তভোগীরা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নৌ পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।