বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার ভাই ঝুমুর সরকার গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার ভাই ঝুমুর সরকার গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২৫ ২৩:৩৫
বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার ভাই ঝুমুর সরকার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার ভাই ঝুমুর সরকার গ্রেফতার

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার (৪০) অবশেষে গ্রেফতার হয়েছেন। তিনি বহিষ্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকার ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

শনিবার দুপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি বড় দাড়ি রেখে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

ঝুমুর সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা এবং মজিবর রহমানের ছেলে। তিনি সরাসরি রাজনীতিতে না জড়ালেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহুবার আলোচিত হয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল ও পেট্রলবোমা হামলা চালানো হয়। এ সময় পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি চালানো হলে রিকশাচালক আবদুল মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরবর্তীতে নিহতের ছেলে রানা হামিদ ১১ সেপ্টেম্বর সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে ৪২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ঝুমুর সরকারও অন্যতম আসামি হিসেবে নাম আসে।

পুলিশ জানায়, ঝুমুরের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।