নানা আয়োজনে রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন করলো ঢাকা দূতাবাস | Daily Chandni Bazar নানা আয়োজনে রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন করলো ঢাকা দূতাবাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মে, ২০২৫ ১৭:৩৭
নানা আয়োজনে রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন করলো ঢাকা দূতাবাস
সঞ্জু রায়:

নানা আয়োজনে রাশিয়ার ৮০তম বিজয় 
দিবস উদযাপন করলো ঢাকা দূতাবাস

নানা আয়োজনে বাংলাদেশে রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপন করল ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস। রোববার সন্ধ্যায় পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানে অনুষ্ঠিত এই আয়োজনে রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ’ এর মনোমুগ্ধকর পরিবেশনাসহ ছিলো জমকালো নানা আয়োজন যা মুগ্ধ করেছে অংশগ্রহণকারী সকলকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। নাৎসি জার্মানিকে পরাজিত করা এবং ইউরোপের পূর্ব ও মধ্যাঞ্চলের স্বাধীনতায় সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে জি খোজিন বলেন, "ঐতিহাসিক সত্যকে বিকৃত করা, নাৎসি যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের নির্দোষ প্রমাণ করা এবং যুদ্ধ জয়ে সোভিয়েত জনগণের ভূমিকা খাটো করার যেকোনো চেষ্টা নিন্দনীয় এবং তা অবশ্যই বন্ধ করতে হবে।" জি খোজিন বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারের’ ভয়াবহতায় সবচেয়ে বেশি ভোগা রাষ্ট্র হিসেবে রাশিয়া শান্তি পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে কখনোই অতীতের শিক্ষাগুলোকে বিস্মৃত হতে দেবে না। তিনি বলেন “যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ২ কোটি ৬৬ লাখ মানুষের প্রাণহানি ঘটে। কেবল জার্মান অধিকৃত এলাকাতেই ৭৪ লাখ সোভিয়েত নাগরিককে হত্যা করা হয়। জার্মানিতে জোর করে শ্রমে নিযুক্ত থাকা অবস্থায় মারা যায় আরও ২২ লাখ মানুষ। এসময় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল গ্রুপ কোম্পানির প্রধান ও রাশিয়া ফ্রেইন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ’ এর পরিবেশনা। দলটিকে ঢাকা আনা হয় ন্যাশনাল গ্রুপ কোম্পানির উদ্যোগে। সাংস্কৃতিক পরিবেশনার তালিকায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ব্যালে ও লোকনৃত্যও ছিল। অতিথিরা ‘বিজয়ের পথ’ শিরোনামে একটি প্রদর্শনীও উপভোগ করেন, যেখানে স্থান পেয়েছে যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের ছবি। অনুষ্ঠানে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের প্রতিনিধি, গণমাধ্যম ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবছরের ৯ মে বিজয় দিবস উদযাপন করে রাশিয়ার মানুষ।